গাজীপুর টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে র‍্যাবের কঠোর নিরাপত্তা।

0

 

গাজীপুর টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে র‍্যাবের কঠোর নিরাপত্তা।

এস কে সানি টঙ্গী গাজীপুর :বিশ্ব ইজতেমায় নাশকতার সুনির্দিষ্ট হুমকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কঠোর নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে র‍্যাব।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

এ সময় র‍্যাব মহাপরিচালক বলেন, ইজতেমা নিয়ে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। এজন্য অনলাইনেও নজরদারি রাখা হয়েছে। আর ইজতেমার দুই পক্ষ নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এটা নিয়ে মুরুব্বিদের সাথে কথা বলা হয়েছে বলে জানান র‍্যাব মহাপরিচালক।

এছাড়া ইজতেমা চলাকালে জল, স্থল ও আকাশপথের নিরাপত্তায় কাজ করবে র‍্যাব। সব বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান এম খুরশীদ হোসেন।

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকেও আসতে শুরু করছেন মুসল্লিরা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথমপর্বের আয়োজন। চার দিন বিরতির পর ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed