হবিগঞ্জের বানিয়াচংয়ে বাউল শিল্পী শাহিনুরসহ ৫ জন গাঁজাসহ গ্রেফতার।

বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রদান।।
আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাউল শিল্পী শাহিনুরসহ ৫জনকে গাজাসহ গ্রেফতার করে পুলিশ।
পরে এই ৫জনকে মাদকসেবনের অভিযোগ দেখিয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
২৯ জানুয়ারী (সোমবার)রাত ৮টায় বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের পাড়াগাও পুড়িহাটির মো:আশরাফ আলীর বাড়ী থেকে বাউল শিল্পী শাহিনুরসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের নানু মিয়ার পুত্র
বাউল শিল্পী শাহিনুর সরকার(৪৩)কে ৭দিনের কারাবাস ও ১শত টাকা অর্থদন্ড জরিমানা করা হয়,
শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের আব্দু করিম মিয়ার পুত্র জাহাঙ্গীর হোসেন(৪৫)কে ৫ দিনের কারাবাস ও ১ শত টাকা জরিমানা করা হয়।
বানিয়াচং উপজেলার দোয়াখানী গ্রামের খলিলুর রহমানের পুত্র আয়ূব আলী(৫৩)কে ২দিনের কারাবাস ও ১ শ টাকা অর্থদন্ড করা হয়।
একই উপজেলার
ঠাকুরাইন দিঘির পাড়ের শাদত আলীর পুত্র মো: আশরাফ আলী(৫৫)কে ৩ দিনের কারাবাস ও ১ শ টাকা অর্থদন্ড করা হয় ও বানিয়াচং উপজেলার সাগর দিঘির পাড়ের আশরাফ উদ্দিনের পুত্র আজিজুল হোসেন খান (৩৬)কে ৬দিনের কারাবাস ও ১ শ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:সাইফুল ইসলাম।
এদিকে বাউল শিল্পী শাহিনুর সরকার গাঁজাসহ গ্রেফতার খবরটি জানাজানি হয়ে পড়লে, এবিষয়টি নিশ্চিত হতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যস্ততার কারণে সম্ভব না হওয়ায় ওসি(তদন্ত) আবু হানিফ মিয়ার সাথে মুঠোফোনে রাত ৯টা ১১মিনিটে যোগাযোগ করা হলে তিনি ৩কেজি গাঁজাসহ শাহানুর মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে শাহিনুর গ্রেফতারের পর জানাযায়, থানার পাশের বাড়ি হেলাল মিয়ার এখানে রাতে গানের রেকর্ড করার জন্য এসেছিলো বলে গণমাধ্যম কর্মীদের সামনে বলেন হেলাল মিয়া নিজে।
এছাড়াও বিষয়টি ধামাচাপা দিতে ও সংবাদ পত্রে সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীদেরকে টাকার অফারও দেন অনেকেই।
থানা পুলিশের বক্তব্য ও ভ্রাম্যমান আদালতের বিষয়টিও গণমাধ্যম কর্মীদের ইন্টারনেটের (ফেইসবুক) দেখে জানার পর নেটিজিনগনদেরকে বিভিন্ন আলোচনা সমালোচনা মূলক মন্তব্য করতে দেখা যায়।
৩কেজি গাঁজাসহ যদি গ্রেফতার করা হয় তাহলে এই অল্প সাজা দেওয়াটা কি সঠিক মনে করেননি সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed