অভয়নগরে- নড়াইল সীমান্তবর্তী স্থানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় আহত ২

0

 

অভয়নগরে- নড়াইল সীমান্তবর্তী স্থানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় আহত ২

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

অভয়নগর- নড়াইল সীমান্তবর্তী কালিনগর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোঃ সবুজ হোসেন(৩৭) ও আবু সাইদ(১৭) নামের দু’জনকে সংঘবদ্ধ ভাবে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মার্চ) আনুঃ রাত সাড়ে ৯ টার সময় ঘটনাটি ঘটেছে। আহত দু’জন বর্তমান অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে আহত সবুজের চাচাত ভাই বাদশা জানান, আহত সবুজ আমার চাচাত ভাই, সে অভয়নগর উপজেলার বর্ণী গ্রামের শাহাজাহান মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লার কাছে ৯০ হাজার টাকা পাবে। ফলে, ঘটনার দিনে সন্ধ্যা সাড়ে ৭ টার সময় আহত সবুজ সাজ্জাদ মোল্লার কাছে পাওনা টাকা চাইতে গেলে তর্কবিতর্ক হয়। পরে ভুক্তভোগী সবুজ ও আবু সাইদ কালিনগর মসজিদ সংলগ্ন রাত সাড়ে ৯টার দিকে খেজুর গাছ কাটতে গেলে সাজ্জাদসহ ৫/৬ জন সংঘবদ্ধ ভাবে সবুজ ও আবু সাইদকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা ভুক্তভোগী আহত সবুজ ও আবু সাইদকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে আসামি সাজ্জাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আহত মোঃ সবুজ অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে ও আহত আবু সাইদ একই গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, এবিষয়ে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed