রংপুরে নিষিদ্ধ মাদক পপির দেড় হাজার গাছ সহ ফল উদ্ধার গ্রেফতার ২

0

 

রংপুরে নিষিদ্ধ মাদক পপির দেড় হাজার গাছ সহ ফল উদ্ধার গ্রেফতার ২

রিয়াজুল হক সাগর,রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলা নিভৃত পল্লীতে নিষিদ্ধ মাদক পপির দেড় হাজার গাছ-ফলসহ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আফিম চাষের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে।মঙ্গলবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার কৃতরা হলেন, জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে নুর আলম ও আব্দুল আজিজ মিয়ার ছেলে আব্দুল ওয়াহেদ মিয়া।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানান, বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা ও ছড়ান দুই নিভৃত পল্লী এলাকায় গোপনে তিন কাঠা জমিতে মাদকদ্রব্য পপির চাষ করে আসছিল ওয়াহেদ ও নুর আলম। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করে ১ হাজার ৬১৫টি পপি ফলসহ গাছ উদ্ধার করে।এ ঘটনার সাথে জড়িত আফিম চাষী আব্দুল ওয়াহেদ ও নুর আলমকে গ্রেফতার করে।পপি চাষিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর মাদক আইনে মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed