সুন্দরবনের নদীতে ডুবে যাওয়া ট্রলারের ৩ জেলে উদ্ধার

মোংলা প্রতিনিধি

মোংলায় ডুবে যাওয়া ট্রলারের ৩ জেলে উদ্ধার
সুন্দরবনের মান্দারবাড়ীয়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ডুবে যাওয়া ট্রলারের তিন জেলেকে উদ্ধার করেছেন কোস্টগার্ড। সোমবার (৩০ অক্টোবর) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা টহল দিচ্ছিল। অভিযানকারীরা টহলকালে সোমবার সকাল সোয়া ৮টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন মান্দারবাড়ীয়া দ্বীপ এলাকা থেকে তিন জেলেকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার জেলেদের বাড়ি খুলনার কয়রায়।
গত ২৮ অক্টোবর জেলেরা বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় তাদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। পরে ট্ররলারটি একপর্যায়ে সমুদ্রে ডুবে যায়। ডুবে যাওয়ার পর ট্রলারে থাকা জেলেরা সাঁতরিয়ে উত্তর মান্দারবাড়ীয়া দ্বীপে আশ্রয় নেন। পরে সোমবার সকালে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed