গাজীপুরে পুলিশের গুলিতে পোশাক শ্রমিকের মৃত্যু।

এস কে সানি টঙ্গী গাজীপুর : গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মো. রাসেল হাওলাদার (২৫) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকদের দাবি, পুলিশের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ওই তিনি।

নিহত শ্রমিকের নাম—রাসেল হাওলাদার (২৬)। তিনি মৃত রাসেল ঝালকাঠির সদর উপজেলার খাগুটিয়া গ্রামের আব্দুল হান্নান হাওলাদারের ছেলে।

বর্তমানে গাজীপুরে বাসন থানার আওতাধীন মালেকের বাড়ি এলাকায় একটি মেসে থাকতেন।

নিহতের সহকর্মী সুফিয়ান জানায়, আমি ও রাসেল হাওলাদার দুজনই একই বাসায় থাকি এবং একই গার্মেন্টসে চাকরি করি। আমি খবর পেলাম-বেতন ভাতার দাবিতে পুলিশ শ্রমিকদের উপরে গুলি চালিয়েছে। এতে আমার সহকর্মীর বুকে গুলি লাগে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed