ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানিক পীর ও গোরস্তানের মাটি কাটা বন্ধের দাবীতে মানববন্ধন।

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শুক্রবার ৫মে ২০২৩ বিরহুলি গ্রামের মানিক পীর স্থান ও গোরস্তানের মাটি কাটা বন্ধে ঐ এলাকায় বিরহলি, বেতুরা,সেতেরাই,ভেমটিয়া,চাপোর গ্রামের সুশীল সমাজের নেতৃবৃন্দ,সহ স্থানীয় জনতা মানববন্ধন কর্মসূচি সমাবেশ করেন।

জানা যায়,পীরগঞ্জ পৌর শহরের পার্শ্ববর্তী বিরহলি গ্রামের একটি গোরস্থান এখানে অনেক মানুষের কবর রয়েছে বলে ঐ এলাকার জন সূত্রে জানা গেছে,এবং সেই গোরস্থান এলাকা মানিক পীর নামে পরিচিত রয়েছে।আর সেই মানিক পীর ও গোরস্তানের মাটি কাটা বন্ধ করতে স্থানীয় গ্রাম মহল্লার বাসিন্দারা মানববন্ধন করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন,এই মাটি কাটা বন্ধ করতে হবে এবং যেসব মাটি কেটে নেওয়া হয়েছে অতি শীঘ্রই তা ভরাট করতে হবে বলে দাবি জানান।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দ্বায়িত্বে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন অভিযোগ পেয়ে দ্রুত ছুটে আসলাম মানববন্ধনে।এ ঘটনায় জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় আনা হবে।কবর স্থান পূনরায় ভরাট করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed