কিশোরগঞ্জ মানব কল্যাণ সংগঠন এর অভিষেক ও সেলাই মেশিন বিতরণ।

নুরুজ্জামান আশরাফ
কিশোরগঞ্জ সংবাদ দাতা।

কিশোরগঞ্জ জেলা ১৩টি থানা নিয়ে গঠিত কিশোরগঞ্জ মানব কল্যাণ সংগঠন। এই সংগঠন কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।সমাজিক আত্ন-কর্ম সংস্থান এর জন্য। আজ সকাল ১০.০০ঘটিকায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী তে এক অভিষেক অনুষ্ঠান ও সেলাই মেশিন বিতরণ সম্পন্ন হয়।এতে সভাপতিত্ব করেন এড.শাহ আশরাফ উদ্দিন দুলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান এড.জিল্লু রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সেন্ট্রাল হাসপাতাল এর পরিচালক ডাঃমিজানুর রহমান,হাদিউল ইসলাম মালদ্বীপ প্রবাসী, মাওলানা সাইফুল ইসলাম উপদেষ্টা কিশোরগঞ্জ মানব কল্যাণ, উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সুহেল মিয়া, সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ মানব কল্যাণ,

নাছিমা আক্তার,অষ্টবর্গ কিশোরগঞ্জ সদর, মাহফুজা ভাটি গাও,কিশোরগঞ্জ সদর, আশা বেগম, লক্ষিপুর কুলিয়ারচর। চম্পা আক্তার,মানিকদী ভৈরব। ফাতেমা বেগম, বলিয়াদী, বাজিতপুর। সেতু আক্তার,কিশোরগঞ্জ সদর। শাহানা আক্তার, যশোদল কিশোরগঞ্জ সদর।তাদের সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে সভাপতি সংগঠন এর কমিটির নাম ঘোষণা করেন ও অনুষ্ঠান এর সমাপনী ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed