ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২ জন জুয়ারিকে জেল হাজতে প্রেরণ।

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫ নং সৈয়দপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের জনৈক ফরিদুর ইসলামের আম বাগানে জুয়ার আসরে অভিযান চালিয়ে থানার এস আই রতন চন্দ্র রায় সহ পুলিশের একটি দল নগত টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ জুয়ারিদের আটক করে।

জানা যায়,পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের জনৈক ফরিদুর ইসলামের আম বাগানে জুয়ার আসরে অভিযান পরিচালনা করে থানার এস আই রতন চন্দ্র রায় সহ পুলিশের একটি দল।

সে সময় জুয়ার আসর থেকে নগদ ৪৯ হাজার ৮২০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ জুয়ারিদের আটক করে।আটককৃত জুয়ারি হলেন গুয়াগাও মোড় এলাকার গুয়াগাঁও গ্রামের তবিবরের ছেলে ইলিয়াস,ভবানিপুর গ্রামের মফিজউদ্দীনের ছেলে ফয়জুল,কোষা মন্ডলপাড়া গ্রামের মৃত সামসুদ্দীনের ছেলে মাহবুব আলম, বেলদহি গ্রামের মৃত সমিরউদ্দীনের ছেলে হামিদুর রহমান,দেওনাপাড়া গ্রামের মৃত সুকুমেলের ছেলে দিনেশ চন্দ্র,দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহিননগর গ্রামের আব্দুল লতিফের ছেলে সাহারুল,বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের জবাব আলীর ছেলে সিদ্দিক ও ঠাকুরগাঁও সদর উপজেলার পোকাতি গ্রামের মৃত শামসুল আলমের ছেলে সফিকুল ইসলামকে কে জুয়ার আসর থেকে গ্রেফতার করে।এবং আসরের পাশে জনৈক বেলু মিয়ার চায়ের দোকানের সামনে জুয়াড়ীদের রাখা চারটি মোটর সাইকেল জব্দ করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
অপরদিকে মঙ্গলবার দুপুরে এস আই মুকুল চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বাঁশগাড়া গ্রামে জনৈক সজেন দেবনাথের বাড়ির ভিতরে তাস দিয়ে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে নগদ ৯৩০ টাকা ও তাস সহ বাঁশগাড়া গ্রামের মুসলিম, আমিনুল, জগদিস ও সুবোধ নামে চার জনকে গ্রেপ্তার করেন।গ্রেফতারকৃত ১২ জন জুয়ারি কে জেল হাজতে প্রেরণ করে পীরগঞ্জে থানা পুলিশ।এ বিষয়ে পীরগঞ্জ থানা মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed