ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।

 

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শুক্রবার ২৮শে এপ্রিল ২০২৩ জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়”বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ,বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৮ এপ্রিল) সকালে হরিপুর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল,উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক,বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, বীরমুক্তিযোদ্ধা বুবুল তালুকদার,সদর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলামসহ সুধী সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

সে সময় বক্তারা বলেন,সমাজের নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের বেশিরভাগ মানুষেরা রাষ্ট্রের প্রতি তাদের অধিকার ও আইন সম্পর্কে জানেনা। অধিকাংশ মানুষই লিগ্যাল এইড সম্পর্কে জানেনা তাই তারা দিনের পর দিন বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন।লিগ্যাল এইড সম্পর্কে জানলে মানুষের অনেক হয়রানি কমে যাবে।সুবিধাবঞ্চিত মানুষের জন্য লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে।আর্থিক অসচ্ছলতার কারণে যারা মামলা চালাতে পারেনা শুধু তাদের জন্য না,সকলের জন্যই লিগ্যাল এইড।লিগ্যাল এইড সম্পর্কে আইনগত সহায়তা পেতে সকলের দ্বারপ্রান্তে পৌছে দিতে প্রচার প্রচারনার জন্য আহ্বান জানিয়েছেন উক্ত অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed