শ্রীপুরে ইউপি চেয়ারম্যানের ভুয়া প্রকল্প দেখিয়ে বিল তোলার প্রমাণ পেল দুদক।

মো: আব্দুল বাতেন বাচ্চু:

শ্রীপুর উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে বিল উত্তোলনের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গাজীপুর শাখার একটি দলের অভিযানে এ প্রমাণ পাওয়া যায়।

গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের সমন্বিত গাজীপুর কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার মোবাইল ফোনে বলেন, বরমী ইউপি চেয়ারম্যান রাস্তা নির্মাণের ভুয়া প্রকল্প দেখিয়ে বিল তুলে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুদক তদন্ত শুরু করে। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রাথমিক তদন্ত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

মোজাহার আলী সরদার আরও জানান, ‘এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ আরেকটি তদন্ত করছে। ওই তদন্তের জন্য আমরা সব কাগজপত্র হাতে পাইনি। স্থানীয় সরকার বিভাগ ওইসব কাগজপত্র জমা দেওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নিতে চুড়ান্ত রিপোর্ট পাঠানো হবে।’

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ এপ্রিল বরমী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ৮টি পাকা রাস্তার ভুয়া প্রকল্প দেখিয়ে ৫০ লাখ টাকা তোলার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর তদন্ত শুরু করে। এ অভিযোগের পর ইউনিয়ন পরিষদের ৭ ইউপি সদস্য চেয়ারম্যানের প্রতি অনাস্থা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed