গাজীপুরে ভোক্তা অধিকারের অভিযান, দোকানিকে জরিমানা

0

গাজীপুরে ভোক্তা অধিকারের অভিযান, দোকানিকে জরিমানা

রোকুনুজ্জামান খান,

গাজীপুর সদর উপজেলায় অভিযান চা‌লিয়ে দুই ব‌্যবসা প্রতিষ্ঠানকে জ‌রিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ সেপ্টেম্বর ) দুপুরে সদর উপজেলার হোতাপাড়া থানাধীন ভবানীপুর বাজার এলাকায় পরিচালিত বাজার তদারকিমূলক এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান,
মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয় বলে জানান তিনি। এবং জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন জয়দেবপুর থানা পুলিশের একটি টিম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed