কালীগঞ্জে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত।

নানা উৎসবের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। প্রথমবারের মতো দেশে তার জন্মদিনকে শেখ রাসেল দিবস হিসেবে উৎযাপন করা হয়েছে।

সোমবার ১৮ই অক্টোবর
গাজীপুরের কালীগন্জ উপজেলার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বিকেল ৪টায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা
মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ , পৌরসভা মেয়র এসএম রবিন হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম খান কনক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম মিজু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ-সহ জেলা – উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি
জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। তারপর শিশু শিক্ষার্থীদের নিয়ে কেক কাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed