,,,,,,,,,,,, সেরা উপহার,,,,,,,,,,,,
আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ

মাথা গুজার ঠাই ছিলনা ওদের
মাথার উপরে কোন চাল ছিলনা
সারাটা জীবন কেটেছে অন্যের জায়গায়
কখনো খড়ের ভাঙা চালের উপরে কলাপাতা দিয়ে
আবার কখনো পলিথিন দিয়ে বৃষ্টির পানি থেকে
নিজেদের নিরাপদ রেখেছে।
কখনো থেকেছে টিনের খুপরি বানিয়ে
আবার কখনো বিত্তবানদের রান্না ঘরে,
কখনো বারান্দায়
ওরা সমাজিক ও মানুষিক ভাবে ছিল
অনেকটা অসহায়
তাইতো থেকেছে সবসময় অন্যের ছায়ায়।

এক খন্ড জমি কিনে,
ছোট্ট একটি বাড়ি করে
নিজের মত করে বসবাস করবে
সারা জীবনের স্বপ্ন সাধনা ছিল,
কিন্ত ছেলে মেয়ে নিয়ে দিনে তিন বেলা
পেট ভরে ভাত খাওয়াই ছিল কষ্টকর
কিভাবে কিনবে এক খন্ড জমি?
কিভাবে বানাবে নিজের ঘর?
উপায়ান্ত না দেখে,মানুষের বকুনি খেয়ে
নিগৃহীত থেকেছে সারা জীবন ভর।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
করেছেন অঙ্গিকার,দিয়েছেন ঘোষণা
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়
আর কেউ গৃহহীন থাকবেনা।

ভূমিহীনদের আশ্রয়ণের অধিকার
ব্যবস্থা করে দিচ্ছে সরকার,
রেজিষ্ট্রি করে দিয়েছে জমি,
নির্মান করে দিয়েছে পাকা বাড়ি
সেখানে বসবাস করছে নিগৃহীত
ছেলেমেয়ে নিয়ে কত পুরুষ আর নারী।

যিনারা কখনো স্বপ্ন দেখেনি
নিজের নামে দুই শতক জমি হবে
নিজের একটি থাকার ঘর হবে
তারা আজ নিজের নামে জমি পেয়েছে
থাকার জন্য পাকা ভবন পেয়েছে
উন্নত স্যানিটেশন ব্যবহার করছে
নিজের নামে বৈদ্যুতিক মিটার নিয়ে
বিদ্যুৎ বিল পরিশোধ করছে।

শেখ হাসিনার সরকার,করেছে অঙ্গিকার
মুজিবের বাংলায়,গৃহহীন থাকবেনা আর
সারা দেশে আশ্রয়ণ প্রকল্পে,
বসবাস করছে ৭০ হাজার পরিবার।
আমি মনে করি জাতির জন্য এটিই হলো
মুজিব বর্ষের সেরা উপহার।

০৪/৭/২০২১
প্রভাষক
সোনার বাংলা ডিগ্রি কলেজ।
সহসভাপতি
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম।
কেন্দ্রীয় কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed