আজ থেকে সয়াবিন তেল বিক্রি হবে মাত্র ১০০ টাকায়।

0

আজ থেকে সয়াবিন তেল বিক্রি হবে মাত্র ১০০ টাকায়। পাবেন যেভাবে
দেশের ভোজ্যতেলের বাজারে চলছে ব্যবসায়ীদের রামরাজত্ব। যে যেভাবে পারছে বাড়িয়ে নিচ্ছে সয়াবিন তেলের দাম। খোলা বা বোতলজাত কোনও প্রকার ভোজ্যতেলের নামই এখন সরকারের নিয়ন্ত্রণে নেই। কেউ কেউ বোতলজাত সয়াবিনের গায়ে লেখা দামের তুলনায় বাড়িয়ে নিচ্ছেন। ক্রেতারা কারণ জানতে চাইলে ব্যবসায়ীদের একমাত্র জবাব- ‘সাপ্লাই নেই, কোম্পানি আসে না’।আজ থেকে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে মাত্র ১০০ টাকায়
রান্নার অতি জরুরি উপাদান সয়াবিন তেলের দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। খুচরা বাজারে লিটারপ্রতি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়।এ অবস্থায় খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনা করে ১০০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। আজআজ থেকে এই কার্যক্রম শুরু করেছে বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।বিষয়টি নিশ্চিত করে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, মাঝে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শুরু হলো টিসিবির কার্যক্রম। সয়াবিন তেলের পাশাপাশি মসুর ডাল ও চিনি বিক্রি হবে খুচরা বাজারের চেয়ে অনেক কম দামে।
‘টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা চার কেজির বেশি চিনি কিনতে পারবেন না। একই দামে ডাল কিনতে পারবেন সর্বোচ্চ ২ কেজি। সয়াবিন তেল ১০০ টাকায় কেনা যাবে সর্বোচ্চ ৫ কেজি।’ জানান হুমায়ুন কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed