গাজীপুরে একাধিক স্থানে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

0
গাজীপুরে একাধিক স্থানে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

গাজীপুরে একাধিক স্থানে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

গাজীপুরের বিভিন্ন স্থানে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৩০শে মে) গাজীপুর জেলার বড় বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না রহমান, সকলকে মাস্ক পড়া সহ স্বাস্থ্য বিধি মানতে উৎসাহিত করার পাশাপাশি মায়া সুইটস ও ঝন্টুর মিষ্টি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় এবং একটি বেকারীতে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করার অপরাধে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি মামলায় ১০ হাজার টাকা এবং হেলমেট না পড়ার অপরাধে মোটরসাইকেল চালককে, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ১টি মামলায় ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করছেন।

অন্যদিকে চৌরাস্তা, বাসন সড়ক ও ভোগড়া এলাকায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান, মোবাইল কোর্ট পরিচালনা করে আল-আমিন ব্রেড লিঃ এ অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পন্য উৎপাদন, উৎপাদিত পন্যের গায়ে মেয়াদ সম্বলিত কোন লেবেল না থাকা এবং মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করার ফলে বেকারীটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫৩ ধারায় ৩০ হাজার টাকা এবং অধিক যাত্রী পরিবহন ও চালক যাত্রীগন মাস্ক ব্যবহার না করায় তাকওয়া পরিবহন লিঃ এর ৪টি বাসকে জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed