১৫ সেপ্টেম্বর, রোজ বুধবার, রক্তদানে আমরা গাজীপুর ইউনিয়ন ? সংগঠন গ্রুপের এক বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

0
inbound8265729243145127477

 

১৫ সেপ্টেম্বর, রোজ বুধবার, রক্তদানে আমরা গাজীপুর ইউনিয়ন ? সংগঠন গ্রুপের এক বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

গ্রুপটি ২০২০ সালের এই দিনে “এসো করি রক্তদান, হেঁসে উঠুক শতপ্রাণ” স্লোগানকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।
মোঃ আতিক হাসান এর হাতে হাত রেখে
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন এর পাশের ইউনিয়ন তেলিহাটির আবদার গ্রামে গল্পকুঠিতে এক আলোচনা সভা ও আয়োজন করা হয়।
গ্রুপের এডমিন মোঃ আতিক হাসানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
তেলেহাটি ইউনিয়ন এর ইউপি সদস্য মোঃ তারেক হাসান (বাচ্চু) ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ জুয়েল রানা।

অনুষ্ঠানে রক্তেদানে আমরা গাজীপুর ইউনিয়ন গ্রুপের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন । রক্তের গ্রুপ এর উপদেষ্টা পরিষদের মোঃ এড:নাছিমুল হাসান (ভাষন মন্ডল) এবং উপদেষ্টা পরিষদের হারুনুর রশিদ (হারুন) তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, রক্তদানে আমরা গাজীপুর ইউনিয়ন এর গ্রুপটির প্রতিষ্ঠার পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবামুলক কাজ করে আসছে,বিনামূল্যে মুমূর্ষু রোগীদের প্রায় ৪০০ থেকে ৫০০ ব্যাগ রক্ত ম্যানেজ করা, গত ঈদুল ফিতর এ প্রায় ১২০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা সহ বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

পরিশেষে সমাপ্তি বক্তব্যে তারেক হাসান বাচ্চু মেম্বার ভবিষ্যতে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবক’কে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

তারেক রহমান খালাস পাওয়ায় এহসানুল হুদার আনন্দ মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবক’কে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

তারেক রহমান খালাস পাওয়ায় এহসানুল হুদার আনন্দ মিছিল