সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ সরকারি ডি ডব্লিউ ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম স্বপন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এএসএম আশেকুজ্জামান প্রামানিক তুহিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে.এম. মনোয়ারুল ইসলাম বিপুল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপ-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল কাফি মন্ডল, সদস্য জামিল আহমেদ। এতে সম্মেলন বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আব্দুল লতিফ আকন্দ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক জামিউল আনছারী লিংকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দুলাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কবির মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সন্তোষ কুমার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিউল ইসলাম আলম, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সহ-সভাপতি আব্দুল হান্নান সরকার, সহ-সভাপতি, সাজেদুল ইসলাম, আহসান আজিজ সরদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed