সুন্দরগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।
সুন্দরগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।
বিপুল ইসলাম আকাশ, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে বৃষ্টি উপেক্ষা করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিকুর রহমান, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি এম এ জিয়াউল ইসলাম প্রমুখ।