সাংবাদিক নেতা রিমনসহ ১১জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ২৫ আগষ্ট দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ

0

সাংবাদিক নেতা রিমনসহ ১১জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ২৫ আগষ্ট দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ।

ঢাকা রোববার আগষ্ট ২০২১: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক সম্পাদক নঈম নিজামসহ ১১জনের বিরুদ্ধে চট্টগ্রামের হুইপ সামশুল হক চৌধুরী কর্তৃক ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের প্রতিবাদে দেশব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে বিএমএসএফের পুরানাপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সংগঠনের ঢাকা জেলা উত্তর ও দক্ষিন শাখা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে এ ঘোষণা করেন।

এতে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন লন্ডনী, ঢাকা জেলা দক্ষিন সভাপতি নাসির উদ্দিন পল্লব, সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ, সারা আনসারী, সাঈদা সুলতানা, আনোয়ার হোসেন, ঢাকা উত্তরের সহ-সভাপতি উজ্জ্বল ভুইয়া, যুগ্ম-সম্পাদক আনিস লিমন ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মো: মুজাহিদ প্রমূখ।

উল্লেখ্য, ১৮ আগস্ট (বুধবার) পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে দায়েরকৃত এ মামলায় বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন,বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলী সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, রিয়াজ হায়দার, কালের কণ্ঠের এস এম রানা, মোহাম্মদ সেলিম, এবং বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহারকে।

আগামি ২৫ আগষ্ট বুধবার সকাল ১১ টায় ঢাকাসহ সারাদেশে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সফল করতে বিএমএসএফের সকল শাখা নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed