সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে।

0

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে।

শ্রীপুর, গাজীপুর,শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে। মহান জাতীয় সংসদে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করে সাংবাদিকদের নিরাপত্তা দিতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সরকার ঘোষিত ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য মিডিয়া গুলোর প্রতি আহ্বান জানানো হয়।

তিনি বলেন, মফস্বলের সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে নিত্যনৈমিত্তিক মামলা, হামলা, হয়রানির শিকার হয়ে বেতন ভাতা না পেয়ে অসহায়ত্ব ভোগ করছেন। এ পরিস্থিতি থেকে সাংবাদিকদের উত্তরণের পথ কেবল রাষ্ট্রই বাতলে দিতে পারেন। দেশ স্বাধীনের ৫১টি বছর অতিবাহিত হলেও এখনো সাংবাদিক নিয়োগ-নীতিমালা সাংবাদিক সুরক্ষা আইন সহ গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়ন হয়নি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সেবামাস উপলক্ষে শুক্রবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় গাজীপুরের শ্রীপুরের সাংবাদিকদের সাথে ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শ্রীপুর শাখার সভাপতি নাজিম উদ্দিন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জাতীয় পরিষদ সদস্য এস এম সোহেল রানা, আরটিভি প্রতিনিধি রায়হান আকন্দ, সাংবাদিক কল্যাণ সংস্থার গাজীপুরের সভাপতি মাহফুজ ইকবাল, এশিয়ান টিভি র জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিএমএসএফ সভাপতি শফিউল্লাহ আনসারী, শ্রীপুর সদর প্রেস ক্লাব সভাপতি হাদিউল মোড়ল, শ্রীপুর সাংবাদিক সমিতির সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ জসিম।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুজন মাহমুদের সঞ্চালনায় অনন্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএসএফের সহ-সভাপতি মহিদুল আলম চঞ্চল, ভালুকা শাখা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ,আতিকুল ইসলাম পরান প্রধান, স্নিগ্ধা প্রধান, সাইফুল ইসলাম, কামাল পারভেজসহ
নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত চৌদ্দ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed