received_546929301575510

 

সরারচরে মাদক ব্যাবসা বন্ধের দাবিতে আল্টিমেটাম অদৃশ্য কারণে বন্ধ হচ্ছে না মাদক।

নুরজ্জামান
বাজিতপুর,কিশোরগঞ্জ।

বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে কোন এক অদৃশ্য কারণে মাদক ব্যাবসা বন্ধ হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

মাদক ব্যাবসা বন্ধ করার জন্য আজ জুম্মার নামাজ এর পরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সরারচর বাজার শিল্প ও বনিক সমিতির প্রতিরক্ষা সম্পাদক রুবেল ভূইয়া সহ বাজারের ব্যাবসায়ী ও খালেকার ভান্ডা ফাউন্ডেশন এর সকল সদস্যরা।

 

উক্ত সমাবেশ থেকে সরারচর বাজার শিল্প ও বনিক সমিতির প্রতিরক্ষা সম্পাদক রুবেল ভূইয়া বলেন আজকের পর থেকে যারা সরারচর বাজারে মাদক বিক্রি করবে তাদের কে ধরে আইনের হাতো তুলে দেওয়া হবে। এই মাদক ব্যাবসার জন্য সরারচর বাজারে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। পাশেই সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রী ও এতিম খানা রয়েছে এই মাদক এর কারণে মাদ্রাসার ছাত্ররা মাদকের সাথে অলরেডি জড়িয়ে গেছে। তিন ঘন্টার ভিতরে মাদক কারবারিদের এখান থেকে চলে যাওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়।

খালেকের ভান্ডা ফাউন্ডেশন এর সভাপতি রাকিবুল হাসান বলেন আমাদের পাশ্ববর্তী গ্রামে মাদকের ব্যাবসা ছিল আমরা সামাজিক ভাবে উদ্যোগ নিয়ে তা বন্ধ করেছি।এই মাদক ব্যাবসা বন্ধ করার পরে যারা মাদক সেবন করে তারা এখন সরারচর বাজার থেকে মাদক নেয়। আমাদের উদ্দেশ্য ছিল মাদক এলাকা থেকে মাদক বন্ধ করা সরারচর বাজারে তেজখালির পাড়ের এই স্পট এর কারণে মাদক বন্ধ করতে পারছি না। তারা সরকারি জায়গা দখল করে অবৈধ করে যাচ্ছে। প্রশাসন এর কাছে দাবি জানাই তারা যেনো সরকারি জায়গা থেকে মাদক কারবারিদের উচ্ছেদ করতে হবে। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না।প্রশাসন এর সাথে বার বার যোগাযোগ করার পরে ও অদৃশ্য কারণে দিনের পর দিন মাদক ব্যাবসা করে যাচ্ছে। এটা আর হতে দেওয়া যাবে না।

আমরা ১১টি শিক্ষা প্রতিষ্টান খালেকার ভান্ডা ফাউন্ডেশন এর পক্ষ থেকে কে চিঠি দিয়ে মাদক এর বিষয়ে সচেতন করার জন্য প্রতিষ্টান প্রধানদের আহ্বান জানিয়েছি।

এই সময়ে আরো উপস্থিত ছিলেন সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যাক্ষ মুফতি শফি উদ্দিন,সরারচর বাজার শিল্প ও বনিক সমিতির সদস্য রুবেল মিয়া সহ স্থানীয় ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

তিন ঘন্টার মধ্যেই মাদক বিক্রির টং দোকান সড়িয়ে দেওয়া হয়।

১২ ঘন্টা পর দায়সারা তথ্য প্রদান! হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে আগুনে পুড়ে ২ দোকানের ৩ মালিকের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

পলাশবাড়ীতে জিইউকের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবক’কে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

১২ ঘন্টা পর দায়সারা তথ্য প্রদান! হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে আগুনে পুড়ে ২ দোকানের ৩ মালিকের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

পলাশবাড়ীতে জিইউকের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবক’কে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

তারেক রহমান খালাস পাওয়ায় এহসানুল হুদার আনন্দ মিছিল