সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন।

0
208659712_400683531578896_2106750884195747477_n

সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে কালীগন্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শিবলী সাদিক, গাজীপুর জেলার ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও সেনাবাহিনীর সমন্বয়ে কালীগঞ্জ পৌর বাজার, বক্তারপুর বাজার, জাঙ্গালিয়া বাজার, দালানবাজার,জামালপুর বাজার, বাশাইর বাজার, ঘোড়াশাল ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে টহল দিয়েছেন। কালীগঞ্জে যথাযথভাবে লকডাউন কার্যকর করা হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে দেখা যায়নি। বন্ধ ছিল দোকানপাট। সরকারি নির্দেশনা মেনে সাধারণ জনগণ ঘরমুখী থাকায় প্রশাসন সন্তোষ প্রকাশ করেন। অহেতুক ঘর থেকে বের না হওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করেন প্রশাসন। এছাড়া পাড়া মহল্লায় অযথা ঘুরাঘুরি করায় এবং মাস্ক না পড়ার অপরাধে সংক্রামক রোগ(প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল)আইনে কয়েকজন কে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবক’কে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

তারেক রহমান খালাস পাওয়ায় এহসানুল হুদার আনন্দ মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবক’কে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

তারেক রহমান খালাস পাওয়ায় এহসানুল হুদার আনন্দ মিছিল