সন্ত্রাসী ও মাদককারবারীদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন।

0

 

সন্ত্রাসী ও মাদককারবারীদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন।

রিয়াজুল হক সাগর,রংপুর ।

রংপুরে মাদক নির্মূল কমিটির সদস্য আশু মিয়াকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে এলোপাতারি ছুরিকাঘাত করে মাদকব্যবসায়ী আসাদ ও তার সহযোগীরা। অস্ত্রধারী আসাদ সহ সকল মাদককারবারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রংপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড গোয়ালু মাদক নির্মূল কমিটি। আজ বৃস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে রংপুর নগরীর বুড়িরহাট মন্টুরমিল এলাকায় স্থানীয় ১০ জন অবৈধ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর নাম উল্লেখ করে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে আশপাশের এলাকার নারী—পুরুষসহ প্রায় ১ হাজার মানুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, গত ২৭ জুন স্থানীয় মাদক ব্যবসায়ী আসাদ তার বাড়ির সামনে প্রকাশ্যে মাদক বিক্রি করে। এসময় মাদক নির্মূল কমিটির সদস্য আশু মিয়া মাদক বিক্রিতে বাধা দিলে, মাদক ব্যবসায়ী আসাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আশু মিয়ার বাম হাতে কুপিয়ে জখম করে। এরপর স্থানীয় লোকজন আসাদকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ওই ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সরওয়ার মির্জা বলেন, আমার ২ নং ওয়ার্ডের গোয়ালু এলাকায় অনেক দিন ধরে কয়েকটি পরিবার প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিল। স্থানীয় সচেতন মহলের লোকজন আমাকে তাদের বিষয় জানানোর পর আমি তাদের বাড়িতে গিয়ে তাদেরকে অনেকবার বুঝিয়েছি এবং ওই এলাকায় একটি মাদক ও সন্ত্রাস নির্মূল কমিটি ও গঠন করে দিয়েছি। যাতে তারা আর এলাকায় মাদক বিক্রি করতে না পারে । কিছু দিন বন্ধ থাকার পর আবারও মাদক বিক্রি শুরু করে দেয় তারা । স্থানীয় লোকজন কিছু বললেই তারা তাদের উপর হামলা করত এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। কিছু দিন আগে মাদক নির্মূল কমিটির সদস্য আশু মিয়াকে তারা কুপিয়ে জখম করে। আমরা অবিলম্বে বাকি আসামীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এসময় গোয়ালু মাদক নির্মূল কমিটির সভাপতি মনজুরুল কাদের দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed