শ্রীপুরে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে লক্ষাধীক টাকা ছিনতাইয়ের অভিযোগ।
শ্রীপুরে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে লক্ষাধীক টাকা ছিনতাইয়ের অভিযোগ।
মোঃ আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এবিষয়ে মৃত জিন্নাত আলীর ছেলে মোঃ লুৎফর রহমান (৪৫) বাদী হয়ে ৩ জন কে অভিযুক্ত করে এবং ৫/৬ কে অজ্ঞাতনামা করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মেজবাউল হক (৩৫) ও লুৎফর রহমান (৩৩), বুর্জত আলীর ছেলে মনির হোসেন (৩৬) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন।
অভিযোগ সূত্রে জানাযায়, কারখানার দৈনিক চুক্তিবদ্ধ শ্রমিকদের মজুরির ৬ লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় পথে মোটরসাইকেল গতিরোধ করে অভিযুক্তরা। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগী কাছে থাকা ৬ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে অভিযুক্তদের কাছে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) সোহেল আল মামুন বলেন, এ বিষয়ে লিখত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।