শ্রীপুরে ছাত্রলীগ নেতার নেতৃত্বে বৃদ্ধা পরিবারের উপর হামলা ও লুটপাটের অভিযোগ।

0

 

শ্রীপুরে ছাত্রলীগ নেতার নেতৃত্বে বৃদ্ধা পরিবারের উপর হামলা ও লুটপাটের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ফাহাদ সরকারের নেতৃত্বে এক বৃদ্ধা পরিবারের উপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮ টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়ালিটেক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা নুরজাহান বেগম (৬০) বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়ালিটেক এলাকার নূরুল ইসলাম মেম্বারের ছেলে মো: ফাহাদ সরকার (২২), পারভেজ (২৬), রতন ফকিরের ছেলে হাকিম (২৩), মোতালেবের ছেলে মোফাজ্জল (২৮) সহ অজ্ঞাত ৮/৯ জন।

অভিযোগ সূত্রে ও বাদীর বক্তব্য থেকে জানা যায়, বৃদ্ধার নিজ বাড়ি ও তার ছেলের বাড়ি ভাংচুর করে এবং তাদেরকে মারধর করে তার ছেলের বাড়ি থেকে টিনের টাংক ভেঙে নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। অভিযুক্ত ফাহাদ সরকার ও পারভেজ সরকার কাওরাইদ ইউনিয়ন পরিষদের ০৭ নম্বর ওয়ার্ডের মেম্বার নূরুল ইসলামের ছেলে। বাবা মেম্বার হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় মধ্যে অপরাধ করে আসছে দীর্ঘদিন ধরে। সে কিছুদিন আগে কাওরাইদের নয়ন হত্যা মামলায় আটক হয়ে ছিলেন। জানা যায়, মৃত রতন ফকিরের ছেলে হাকিম ফকিরের সাথে দীর্ঘদিন ধরে নুরজাহান বেগমের জমি সংক্রান্ত জেরে দ্বন্দ্ব হয়ে আসছিল, এরই জের ধরে হাকিম ফকিরের ইশারায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ফাহাদ সরকারের নেতৃত্বে তার অনুসারী সহ হামলা চালায় বৃদ্ধা নুরজাহান বেগমের পরিবারের উপর।

এ বিষয়ে অভিযুক্ত কাওরাইদ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি পদপ্রার্থী ফাহাদ সরকার বলেন, আপনি খোঁজখবর নিয়ে দেখেন আমি এঘটনার সাথে জড়িত না। রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে এ ঘটনায় ঝরানো হয়েছে।

এবিষয়ে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হাসান জানান, কাওরাইদ ইউনিয়নে ফাহাদ সরকার নামে একজন ছাত্রলীগ কর্মী আছে। কোনো পদ নেই অপরাধ করলে ছাড় দেওয়া হবে না।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোঃ নাসিম বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজন তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed