শ্রীপুরে আজিজ কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড।

মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধি:

গাজীপুরে শ্রীপুরে আজিজ কেমিক্যাল কারখানায় ভয়াবহ
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় একটি কেমিক্যাল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

৩ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কেমিক্যাল কারখানা সূত্রে জানা যায় কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে আশপাশের লোকজন বাড়িঘর ছেড়ে ভয়ে চলে যাচ্ছে। আহত অথবা নিহতের খবর তাৎক্ষণিক জানা যায়নি। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed