শ্রীপুরের গাজীপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী মহিলাদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরন।

0

শ্রীপুরের গাজীপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী মহিলাদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরন।

আসন্ন ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৭নং ওয়ার্ডের স্বনামধন্য সফল মেম্বার মোঃ মেহেদী হাসান সালাম

গাজীপুর মধ্যপাড়া মহিলা মাদ্রাসার গরিপ দুঃখী হত দরিদ্র শিক্ষার্থীর মাঝে আল্লাহর রহমতের কোর আন শরিফ জায়নামাজ ও একটি করে তজবি বিতরণ করেন ইউপি সদস্য মেহেদী হাসান সালাম, এ সময় উপস্থিত ছিলেন এলাকায় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ও এলাকার মা বোনেরা।

জনপ্রিয়তায় শীর্ষে থাকা মোঃ মেহেদী হাসান সালাম  মিলাদ ও মাহফিলে সাধারন জনগনের সাথে মতবিনিময় কালে তিনি বলেন আসছে ৫ ইং জানুয়ারি ইউঃপি নির্বাচনে পূনরায় ০৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের কাছে তালা প্রতিক এ ভোট ও দোয়া চেয়ে তিনি বলেন

আমি পাচঁ বছর মেম্বারী করেছি, ০৭ নং ওয়ার্ডের সাধারন মানুষ আমার ভাল মন্দ দোষ গুন সবই দেখেছে এখন সিদ্ধান্ত আপনাদের হাতে কাকে আপনারা মেম্বার বানাবেন, তিনি আর বলেন আমি মৃত্যুর আগ পর্যন্ত মেম্বার না হতে পারলেও সারাজীবন আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে গরিপ দুঃখী হত দরিদ্র মানুষের সেবা করে যাবেন বলে তিনি জানান,

তাই মোঃ মেহেদী হাসান সালাম পূনরায় তালা মার্কায় সমর্থন চেয়ে ০৭ নং ওয়ার্ডের দিত্বীয় বারের মত খাদেম হতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed