রংপুর মহানগর যুবলীগের আনন্দ শোভাযাত্রা
রংপুর মহানগর যুবলীগের আনন্দ শোভাযাত্রা
রিয়াজুল হক সাগর,রংপুর:
১লা সেপ্টেম্বর রংপুর মহানগর যুবলীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় রংপুরে আওয়ামীলীগ সভানেত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দ শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করেছে মহানগর যুবলীগ। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় মহানগর দলীয় কার্যালয় থেকে মহানগর যুবলীগের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন নেতৃত্বে শোভাযাত্রায় অংশনেয় মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেমসহ অনুমোদনকৃত মহানগর কমিটির নবাগত নেতৃবৃন্দ। এ সময় মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে জিলা স্কুল মোড়স্থ বঙ্গবন্ধু ম্যূরাালে (জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের স্মরণে) ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উল্ল্যেখ্য, ২০১২ সালে এবিএম সিরাজুম মনির বাশারকে আহবায়ক, ইসমাইল হোসেন সাজু, মুরাদ হোসেন, হারুন অর রশীদ, শ্রী হারাধন রায় হারা, সাইফুল ইসলাম, আশরাফুল আলমকে যুগ্ম আহবায়ক করে কমিটির অনুমোদন দেন তৎকালীন যুবলীগের কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ ৬ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটের মাধ্যমে এবিএম সিরাজুম মনির বাশার সভাপতি ও মুরাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের ৪ বছর পর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতি এবিএম সিরাজুম মুনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে বহাল রেখে রংপুর মহানগর যুবলীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।