রংপুর জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত।
রংপুর জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত।
রিয়াজুল হক সাগর,রংপুর ।
বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে এই প্রত্যয় নিয়ে ১৭ মে ২০২৩ তারিখ পুলিশ হাসপাতাল, রংপুরে রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় রংপুর জেলার পুলিশ সম্মানিত পুলিশ সুপার জনাব মো: ফেরদৌস আলী চৌধুরীর উদ্যোগ ও দীপ আই কেয়ার ফাউন্ডেশন, রংপুরের সহযোগিতায় পুলিশ হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০.০০ টায় এই কর্মসূচির কার্যক্রম আরম্ভ হয়। দিনব্যাপী এই চক্ষু শিবির কার্যক্রমে রংপুর জেলার বিভিন্ন উপজেলার ৭৮ জন সম্মানিত নাগরিকের চোখের চিকিৎসাসেবা প্রদান করা হয়। । যার মধ্যে ৪ জন রোগীকে শনাক্ত করে রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য।
এ বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন, জনাব একেএম ফিরোজ আলম সাইফুল, পরিচালক, দীপ আই কেয়ার ফাউন্ডেশন, রংপুর; দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং পুলিশ হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা: আবু সাঈদ মাহমুদ।
চক্ষু চিকিৎসাসেবা চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন জনাব মো: ইফতেখায়ের আলম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রংপুরসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।