মানুষ বিএনপির দিকে তাকিয়ে: রংপুরে হারুন

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

সারাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে দাবি করেছেন দলের যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি চায়, তারা ভোটের অধিকার চায়। তাই আওয়ামী লীগকে বলবো, একতরফা ভোটের চিন্তা না করে দেশের জনগণের চিন্তা করে, মঙ্গল কামনা করে ক্ষমতা ছেড়ে দিন। আর এক তরফা নির্বাচনের দিকে যাইয়েন না। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর একটি কমিনিউটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সমালোচনা করে হারুন বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, এবারের জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে। কিন্তু সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। অতএব আওয়ামী লীগ হলো মিথ্যাবাদীর দল। তাদের নেতাকর্মীদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা এখন বেসামাল। কখন কী বলছে, তার কোনো ঠিক নেই। তিনি আরও বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। যদিও আওয়ামী লীগ মহাসমাবেশের ডাক শুনেই ভয় পেয়েছে। তারা নেতাকর্মীদের গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করতে চায়, কিন্তু লাভ হবে না। আওয়ামী লীগ হেফাজতের মতো বিএনপিকে দমন করতে চায়, কিন্তু বিএনপি দমনের মতো দল নয়। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed