মাথা ফাটল সাবেক প্রতিমন্ত্রী মুরাদের
মাথা ফাটল সাবেক প্রতিমন্ত্রী মুরাদের।
মাথায় সিলিং ফ্যান পড়ে আহত হয়েছেন বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রীর কপাল ফেটে গেছে। এ সংসদ সদস্যের কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
শুক্রবার দুপুরে তিনি জানান, শুনেছি বৃহস্পতিবার রাতে বাড়ির বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলে ডা. মুরাদ হাসান। এ সময় সিলিং ফ্যান মাথায় পড়ে গুরুতর আহত হন তিনি। এ খবরের কিছু পরেই হাসপাতালের একটি চিকিৎসক দল মুরাদ হাসানে বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।