ভালুকায় স্মাট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরন ।
ভালুকায় স্মাট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরন ।
ভালুকা প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন।
ময়মনসিংহ ভালুকার ৯নং কাচিনা ইউনিয়ন জুড়ে স্মার্ট কার্ড বিতরন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তা তারিখ সহ বিতরনের স্থান নিন্মে দেয়া হলঃ
বাটাজোর হারিশ্বর, বিতরন তারিখঃ ১০/১১ তারিখ এই দুই দিন। সময় সকাল ৯ ঘটিকা স্হানঃ বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়, বাটাজোর ভালুকা ময়মনসিংহ ।
কাচিনা, কাদিগড়, তালাবর, স্হানঃ কাচিনা উচ্চ বিদ্যালয় বিতরন তারিখঃ ১২/১৩/১৫ তারিখ এই তিন দিন। সময় সকাল ৯ঘটিকা ।
পালগাঁও, তামাট, ঢাকুরিয়া স্হানঃ তামাট দাখিল মাদ্রাসা বিতরন তারিখঃ ১৬/১৭/১৮ সময়ঃ সকাল ৯ঘটিকা । সূত্রঃ উপজেলা নির্বাচন অফিসার ভালুকা ময়মনসিংহ।