বাজিতপুরে সড়ক দূর্ঘঠনায় আহত মৌটুসিকে জামায়াতের চিকিৎসা সহায়তা প্রদান।
বাজিতপুরে সড়ক দূর্ঘঠনায় আহত মৌটুসিকে জামায়াতের চিকিৎসা সহায়তা প্রদান।
নুরুজ্জামান,বাজিতপুর,কিশোরগঞ্জ সংবাদ দাতা।
বাজিতপুরের হালিমপুরে সিএনজি দুর্ঘটনায় আহত মৌটুসির চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেন কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোঃ রমজান আলী।
উল্লেখ্য, গত সপ্তাহে মেয়েকে নিয়ে গাজীপুর যাওয়ার পথে কাপাসিয়ায় সিএনজির সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তার মেয়ে ঘটনাস্থলে মারা যায়। মুমূর্ষু অবস্থায় মৌটুসীকে প্রথমে কাপাসিয়া এবং পরবর্তীতে গাজীপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোন চিকিৎসা নেই বলে দালাল চক্র তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে মৌটুসী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার স্বামীর সাথে ডিভোর্স হওয়ায় বাবার বাড়িতেই থাকতেন। তার আত্মীয় স্বজন আহত মৌটুসীর চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন। পাশাপাশি হাসপাতালের বিল কত হয় তা নিয়েও চিন্তিত।
এসময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, বাজিতপুর উপজেলা আমীর ডা: ইয়াকুত আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য রুবেল খান, হালিমপুর ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান কাজল, সেক্রেটারি রানা মিয়া প্রমুখ।