বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ – মোংলায় রথযাত্রায় হাবিবুন নাহার
বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ – মোংলায় রথযাত্রায় হাবিবুন নাহার।
বায়জিদ হোসেন, মোংলা।
বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুক্তিযুদ্ধের সময় আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে দেশ রক্ষার্থে ঝাপিয়ে পড়েছিলাম। এদেশ জাতি ধর্ম নির্বিশেষে সকলের। ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করে। সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে। বুধবার (২৮ জুন) বিকালে মোংলা উপজেলার সনাতনী ভক্ত বৃন্দের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এসব কথা বলেন। এ উপলক্ষ্যে একটি শোভা যাত্রা বের হয়। রথযাত্রা উপলক্ষে বর্নাঢ্য শোভা যাত্রার পাশাপাশি প্রসাদ বিতরণ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় রথযাত্রা। রথযাত্রা উৎসব উপলক্ষ্যে উপজেলার সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনগুলো ৯দিন ধরে নানা কর্মসূচির আয়োজন করে। বিকালে উল্টো রথযাত্রায় শত শত ভক্তের অংশ গ্রহণে জাকজমকপূর্ন হয়ে ওঠে। মন্দির থেকে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ করে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ব্রাহ্মনমাঠ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান উপদেষ্টা সুনীল কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, মোংলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, ১নং চাদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি মজুমদার প্রমুখ। উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব সমাপ্ত হয়েছে। এটি আবহমান বাংলার সনাতন ধর্মাবলম্বীদের একটি চিরন্তন ধর্মীয় উৎসব। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। বর্ষাঋতুর আগমনের শুরুতেই এই উৎসব গ্রামে-গঞ্জে নগরে বিপুলভাবে সর্বজনীন রূপ নেয়। উপজেলার মন্দিরগুলোয় এ অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন অনাড়ন্বর আয়োজনের মধ্যদিয়ে এ শোভাযাত্রা শুরু হয়। আজ উল্টো রথযাত্রার মধ্যদিয়ে ৯দিনের উৎসব সমাপ্ত হয়।