Messenger_creation_539114125671099

 

দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতাদের পূনভার্সন দিতে নিরাপদ অফিস এখন নরসিংপুর মাদ্রাসা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতাদের নিরাপদ অফিস এখন নরসিংপুর মাদ্রাসা। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানারে আয়োজিত সভা বাস্তবায়ন করতে মাদ্রাসায় এখন নিরাপদ সভাকক্ষ। এলাকায় সামাজিক ভাবে অবস্থান ও পুনবার্সন নিতে নরসিংপুর মাদ্রাসাকে বেঁচে নিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা। কিন্তু নিরব ভূমিকা পালন করেছে স্থানীয় প্রশাসন।
এবিষয়গুলো নজরে পড়ায় এলাকায় সৃষ্টি হয়েছে নানান প্রতিক্রিয়া।

জানা যায়, সর্বশেষ, গত ৯ নভেম্বর দুপুর ১১ টায় নরসিংপুর মাদ্রাসায় আওয়ামীলীগের একাধিক নেতাদের সদস্য করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ক্ষমতার অংশিদার আল-ইসলাহ এর কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় গত নির্বাচনে নৌকার সমর্থনকারী ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মর্তৃজ আলীকে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আওয়ামীলীগের স্বৈরাচারদের বৈধতা দিতে রাজনৈতিক এমন কর্মকান্ড বাস্তবায়ন হওয়ায় এলাকাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

এর আগে শনিবার ( ৫ অক্টোবর) স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের যোগসাজশে
আব্দুল হাই ফাউন্ডেশন নামে একটি ব্যানারে স্থানীয় নরসিংপুর দাখিল মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন দোয়ারাবাজার উপজেলার আহ্বায়ক অধ্যক্ষ একরামুল হক,উপজেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান বাহার, বিগত নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে নির্বাচনকারী আওয়ামীলীগ নেতা মর্তুজ আলী, এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ৩ অক্টোবর বুধবার দুপুর ২ টার দিকে নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে পতিত আওয়ামী সরকারের মদদপুষ্ট আনজুমানে তালামিয’র মাদ্রাসা শাখা কমিটির ২০২৫ সেশনের কমিটি প্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার শ্রেনীক্ষকে পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক এসব সভার আয়োজন করায় এলাকাজুড়ে সমালোচনার জড় উঠেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক নেতাকর্মী জানিয়েছেন, নরসিংপুর মাদ্রাসার সুপারসহ
নরসিংপুর এলাকায় যারা তালামিয করে তাদের বেশিরভাগই বিগত নির্বাচনে আওয়ামীলীগের নৌকার পক্ষে নির্বাচন করেছে এমন প্রমান ও আছে। তারা সবসময় আওয়ামীলীগের পক্ষে কাজ করে। তাদের সাংগঠনিক পোগ্রামে যেসকল অতিথিরা উপস্থিত থাকে তারাও বেশিরভাগ আওয়ামীলীগ নেতারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবৃদ্ধ করতে ও সামাজিক ভাবে আশ্রয়, পুনবার্সন নিতে স্থানীয় একটি অসাধু চক্র, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পক্ষে সমর্থনকারীরা বিভিন্ন সংগঠনের ব্যানারে সামনে এসে এলাকায় সামাজিক ভাবে অবস্থান নিতে পায়তারা করছে।

এবিষয়ে যোগাযোগ করা হলে নরসিংপুর মাদ্রাসার সুপার সাদিকুর রহমান জানান,
সামাজিক ব্যক্তিত্ব হিসেবে উপরোল্লিখিত ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আনজুমানে তালামিযে ইসলামিয়ার সভা করার বিষয়টি তিনি এরিয়ে যান।

এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, একটা শিক্ষাপ্রতিষ্ঠানে কোন ভাবেই তো রাজনৈতিক সভা করতে পারেনা।
তার মাঝে আবার প্রতিষ্টান চালাকালীন,আওয়ামীলীগের নেতাদের নিয়ে।
বিষয়টে গুরুত্ব দিয়ে দেখা হবে।

১২ ঘন্টা পর দায়সারা তথ্য প্রদান! হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে আগুনে পুড়ে ২ দোকানের ৩ মালিকের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

পলাশবাড়ীতে জিইউকের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবক’কে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

১২ ঘন্টা পর দায়সারা তথ্য প্রদান! হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে আগুনে পুড়ে ২ দোকানের ৩ মালিকের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

পলাশবাড়ীতে জিইউকের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবক’কে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

তারেক রহমান খালাস পাওয়ায় এহসানুল হুদার আনন্দ মিছিল