ঢাকা প্রতিদিন বন্ধের প্রতিবাদে রংপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন।
ঢাকা প্রতিদিন বন্ধের প্রতিবাদে রংপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন।
রিয়াজুল হক সাগর,রংপুর।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আদর্শে লালিত, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার সমর্থক জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ সোহাগ আরেফিনের সঞ্চালনায় রংপুর বিভাগীয় সাংবাদিক সমাজের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, যুগ্ম মহাসচিব রহিমা খানম সুমি, ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদ সমাবেশে একাত্বতা ঘোষণা করেন।
৮ম ওয়েজবোর্ডের আওতায়ভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলাম’র লুটপাট ও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ, অঢেল সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করে যাচ্ছে। উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি আবারও সচল হলে। কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম প্রানণাশের হুমকি ধামকি দিয়ে আসছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিন রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এর দাবিতে রংপুর বিভাগীয় সাংবাদিক সমাজ সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন দেশবরেন্য তারকা সাংবাদিক সাঈদুর রহমান রিমন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ সোহাগ আরেফিনের, ঢাকা প্রতিদিন টাঙ্গাইল জেলা প্রতিনিধি রশিদ আব্বাসি, দৈনিক দেশবাংলার রংপুরের আবাসিক সম্পাদক বিশাল রহমান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, ঢাকা প্রতিদিন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, উত্তরবঙ্গ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা রাশেদ, দিনাজপুর ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুনুর রশিদ, ঢাকা প্রতিদিন রংপুর অফিসের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, পঞ্চগড়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি মোস্তাক আহমেদ, স্বাধীন বার্তার বার্তা সম্পাদক আশরাফ খান কিরণ, নিউজ টিভির সাংবাদিক মাটি মামুন, ঢাকা প্রতিদিনের স্টাফ রিপোর্টার নূর আলম সিদ্দিকী মানু, দিনাজপুর জেলা প্রতিনিধি দীপংকর রায়, রংপুরের ভ্রাম্যমাণ প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো চিফ বেলায়েত হোসেন বাবু, দৈনিক মাতৃজগত পত্রিকার রংপুর ব্যুরো প্রধান আফফান হোসেন আজমীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
তারা আরও বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে রংপুর বিভাগীয় সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবাদ সভায় রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণের মধ্যে উপস্থিত ছিলেন। ৭১বার্তার সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কুড়িগ্রাম জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও ঢাকা প্রতিদিন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের উত্তর ধরলা প্রতিনিধি সফি, সাধারণ সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আল হেলাল চৌধুরী, সহ-সভাপতি ঈমাম রেজা (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি মোঃ কবির সরকার (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান মন্ডল (দৈনিক দেশবার্তা), সহ-সাগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (দৈনিক মায়ের আচল), প্রচার সম্পাদক মোঃ মোরসালিন ইসলাম (স্টাফ রিপোর্টার ৭১ সংবাদ), আইসিটি সম্পাদক আল মামুন চৌধুরী (দৈনিক স্বাধীন বাংলা), কার্যকারী সদস্যরা হলেন সৈয়দ সিরাজুল ইসলাম রিপন (দৈনিক গণকন্ঠ), আজগর আলী (দৈনিক মুক্ত খবর ও দৈনিক তৃতীয় মাত্রা), মোঃ আশরাফুল ইসলাম (দৈনিক স্বাধিন বার্তা ও দৈনিক দেশ প্রতিদিন), ঢাকা প্রতিদিন গাইবান্ধা জেলা প্রতিনিধি ওমর ফারুক রনি, বিজয় টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি গোলাম রাব্বানী, ভ্রাম্যমাণ প্রতিনিধি মাইদুল ইসলাম, ঢাকা প্রতিদিন ভুরুঙ্গামারি উপজেলা সংবাদদাতা মাহবুব হোসেন, দৈনিক আলোকিত পত্রিকার নিজস্ব সংবাদদাতা মাইনুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান মিলু, রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলাম, প্রতিদিনের খবর মিঠাপুকুর প্রতিনিধি শিল্পি আক্তার, আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি মোঃ রয়িসুল সরকার রোমন, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি মোঃ শাহিনুর ইসলাম, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি শাহিনুর ইসলাম, পাটগ্রাম (লালমনিরহাট) মিঠু মুরাদ, ঢাকা প্রতিদিন মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি রাখিবুল হাসান রাখিব, ঢাকা প্রতিদিন দিনাজপুর (বীরগঞ্জ) মোঃ আসাদুজ্জামান, ঢাকা প্রতিদিন জলঢাকা উপজেলা প্রতিনিধি মশিয়ার রহমান,পীরগাছা প্রতিনিধি রফিকুল ইসলাম লাভলু, দৈনিক দেশবাংলার ঠাকুরগাঁও সদর প্রতিনিধি মোঃ মামুন অর-রশীদ, মোঃ আফ্ফান হোসাইন আজমীর ও মোঃ ফারজুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি আবু সুফিয়ান প্রমুখ।
সমাবেশে বক্তব্য শেষে রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।