টঙ্গীতে সাংবাদিককে হত্যার হুমকি বনাম নিজের বাড়ির মহিষ।

0

 

টঙ্গীতে সাংবাদিককে হত্যার হুমকি বনাম নিজের বাড়ির মহিষ।

নিজস্ব প্রতিনিধি:

নিছার পরিবারের অর্থের গরমে এলাকার সচেতন মানুষ চলে শরমে (লজ্জায়)।
ছোট্ট বেলার কথা স্কুলে পড়া না পারলে শিক্ষক বলতেন তোর চেয়ে তো নিজার বাড়ির মহিষ অনেক ভালো।
পাড়ায় বা মহল্লার অন্য ছেলে-মেয়েদের সাথে ঝগড়া মারামারি করে বাড়ি এলে মাও সেই সকালের ডায়লগ নিজার বাড়ির মহিষও তোর চেয়ে ভালো নিয়মের মধ্যে চলে।
প্রিয় পাঠক, উপরের লেখার উদ্দেশ্য হচ্ছে এক সময়ের সেই নিয়ম মেনে চলা মহিষ গুলোর রাখাল বালকটি আজ সমাজের বিশিষ্ট জনদের বনে গেছেন। সত্যি বলতে খুশির বার্তা বৈকি অন্য কিছু ভাবনায় আসে না। কিন্তু অপ্রিয় হলেও বাস্তব সত্য কালের বিবর্তনে অর্থ ও ক্ষমতার জোরে সমাজের ক্ষমতাসীন দলের কয়েকজন লোক ছাড়া বাকীদের সে পদপিষ্ট করে চলতে শুরু করেছে।
তার একটি উদাহরণ নীচে উল্লেখ করা হলো।…
সংবাদের জের ধরে গ্লোবাল টিভি ও কালবেলার
প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে টঙ্গী থানায়
জিডি হয়েছে।

গতকাল সোমবার বিকেলে টঙ্গী থানায় এই জিডি করেন মহিন উদ্দিন রিপন। জিডি নং

টঙ্গী পূর্ব থানা ৩৮১ তাং ০৬/০৩/২৩ ইং।

জিডিতে বলা হয়, টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি গ্রামের শ্রাবন আহম্মেদ
সুমন ও ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু মিলে মোবাইলে ফোনে
বাদীকে খুন জখম ও হত্যার হুমকি দেয়। জিডিতে বিবাদীদের বিরুদ্ধে সামাজিক
যোগাযোগ মাধ্যমেও মানহানিকর প্রচারণার অভিযোগ করেন বাদী।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম
বলেছেন, জিডি হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed