টঙ্গীতে বাসের ধাক্কায় সড়কে দাঁড়ানো নারীর মৃত্যু।

এস কে সানি টঙ্গী গাজীপুর :

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৬ জুলাই) সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চাঁদনী আক্তার (৩২) শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজীরহাট গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তিনি টঙ্গীর আউচপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বাস করতেন। তার স্বামী অপু প্রবাসে রয়েছেন। তিনি স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডে বিক্রয় কর্মকর্তা হিসেবে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন চাঁদনী। এসময় ঢাকামুখী অনাবিল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে গিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন।

আশপাশের লোকজন তাৎক্ষণিক তাকে হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed