চির বিদায় সাদা মনের মানুষ।
চির বিদায় সাদা মনের মানুষ।
সর্বজন খ্যাত মানুষ আমি জীবনে কমই দেখেছি গাজীপুর শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমান এর মত মানুষ আমি আর দেখনি। উনাকে হারিয়ে গ্রাম বাসি যেন দুঃখের সাগরে ভাসতেছে, উনার মত মানুষ আর পাব না বলে আহাজারি করছে গ্রাম বাসি। আমাদের ডেইলি গাজীপুর নিউজ এর সম্পাদক ও প্রকাশক ইঞ্জিঃ মোঃ জুয়েল রানা সাথে কথা বললে উনি ম্নের আবেগ ছেড়ে কান্না জড়িত কণ্ঠে আমাদের জানান মজিবর রহ্মান উনার মামা ছিলেন, আরো বলেন উনি শুধু আমার মামা ছিলেন না আমার গার্ডিয়ান ছিলেন, উনি আরো বলেন, আপনার কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি খুব সুন্দর করে বুঝাতেন,পরপারে ভালো থাকবেন খুব মিস করবো যতদিন বেচে থাকবো।
মাওনা- গাজীপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান সরাফত আলী সাহেবের ছেলে, সাবেক সমবায় অফিসার মজিবুর রহমান (মামা) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বিকেল ৫ টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে (শৈলাট) তিনি মারা যান। উনার জন্য সবাই দোয়া করবেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামীন যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন (আমিন)।
উনার নামাজে জানাজা রবিবার সকাল সাড়ে ১১ টায় শৈলাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।