গোবিন্দগঞ্জে আনন্দ টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন।
গোবিন্দগঞ্জে আনন্দ টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা আয়োজনে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনের নতুন হল রুমে আলোচনা সভা, সন্মাননা স্বারক প্রদান, কেক কর্তন ও উপজেলা চত্বরে র্যালির আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
শুরুতে চ্যানেলটির উপজেলা প্রতিনিধি উজ্জ্বল হক প্রধানের সভাপতিত্বে কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা, চ্যানেলটির প্রতিষ্ঠাতা মরহুম আব্বাস উল্লাহ শিকদারে আত্মার মাগফেরাত কামনা করে। এত অল্প সময়ের মধ্যে চ্যানেলটি বিনোদনে দর্শকদের যেমন মন জয় করেছে; তেমনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। চ্যানেলটি মুক্তিযুদ্ধের চেতনায় দেশের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস-ঐতিহ্য, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে অবাধ বিচরণে আগামীর পথচলা সমৃদ্ধময় হবে এটাই কামনা করেন বক্তারা।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়নের সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক নব চেতনা’র উপজেলা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দুমোহন রায় জীবু বাবুকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর উপস্থিত অতিথিদের সাথে নিয়ে কেক কর্তন শেষে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
বর্ষপূর্তির আলোচনা সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌকির হাসান রচি, বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়নের সদস্য বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডিপটি প্রধান, প্রেস ক্লাব গোবিন্দগঞ্জের সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান, সম্পাদক সাজাদুর রহমান সাজু, সাংবাদিক আলমগীর হোসেন প্রমুখ।
এসময় গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি আনন্দ টিভির দর্শক ফোরামের নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।