গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার।

রিয়াজুল হক সাগর,রংপুর ।

রংপুরের কাউনিয়ায় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে চাচা শ্বশুর ফারুক হোসেনকে (৪৫) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরহাদ মন্ডল।
এর আগে, সোমবার (৮ মে) বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নে রামকৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আটক ফারুক হোসেন উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের মৃত জাফর উদ্দিনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ভুক্তভোগীর বসত বাড়ির পাশে মজিদুল ইসলামের ভুট্টার জমিতে ভুট্টার পাতা তুলতে গেলে চাচা শ্বশুর ফারুক হোসেন পেছন থেকে এসে জড়িয়ে ধরে ওই গৃহবধুর স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দেয়। সেই সঙ্গে জোরপূর্বক ভুট্টা ক্ষেতে শোয়ানোর চেষ্টা করে এবং পরনের কাপড় বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন আসলে চাচা শ্বশুর পালিয়ে যায়।
এ ঘটনায় সোমবার রাতেই ভুক্তভোগী বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরহাদ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে সোমবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed