গাজীপুর সিটির দায়িত্ব নিলেন মেয়র জায়েদা খাতুন
গাজীপুর সিটির দায়িত্ব নিলেন মেয়র জায়েদা খাতুন
এস কে সানি টঙ্গী (গাজীপুর) : গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র হিসেবে জায়েদা খাতুন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) তার কার্যকাল শুরু করেছেন।
মেয়র হিসেবে সবার সহযোগিতা কামনা করে জায়েদা খাতুন বলেন, আপনারা আমাকে লাখ লাখ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন। এজন্য আমি ও আমার পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ।
সোমবার দুপুরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানে দায়িত্ব নেন তিনি। এর আগে সকাল থেকে নগরীর ৫৭ টি ওয়ার্ড থেকে কয়েকশ নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন যানবাহনে বাদ্যযন্ত্র বাজিয়ে নগর ভবন প্রাঙ্গণে এসে উপস্থিত হতে থাকেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন।
আগের দিন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিউল আজমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় তার ছেলে জাহাঙ্গীর আলমও পাশে ছিলেন। তবে অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগের কোনো বড় নেতাকে দেখা যায়নি।
অভিষেক অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
এ সময় তিনি বলেন, আপনারা মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মা-ও বলেছেন তার জীবনবাজি রেখে আপনাদের পাশে থাকবেন, সেবা দেবেন। আপনারা জানেন নির্বাচনের প্রচারণার কাজে টঙ্গীতে গেলে তিনি বারবার বাধা ও হামলার শিকার হয়েছেন। তারপরও তিনি থেমে যাননি।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নানসহ সব নির্বাচিত কাউন্সিলর উপস্থিত ছিলেন।