গাজীপুর উচ্চ বিদ্যালয়ের বৃক্ষ রোপণ
গাজীপুর উচ্চ বিদ্যালয়ের বৃক্ষ রোপণ
মোঃ জনি হাসান গাজীপুর প্রতিনিধিঃ
প্রতিনিয়তই
পরিবেশ রক্ষার জন্য গাজীপুরে কাজ করে যাচ্ছে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিমিটেড। গাজীপুর জেলার বিভিন্ন বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ধাপে ধাপে বৃক্ষ রোপণ করছে।
১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার)কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ এর উদ্যোগে গাজীপুরে অন্যান্য বিদ্যালয়গুলোর মতই বৃক্ষ রোপণ করা হল জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর উচ্চ বিদ্যালয়ে । আজ গাজীপুর উচ্চ বিদ্যালয়ে ওষুধি, বনজ, ফলজ ও ফুল বৃক্ষ মিলে মোট পনেরটি বৃক্ষ রোপণ করা হয় ।
নিম, অর্জুণ, সোনালু, কৃষ্ঞচুড়া, রাঁধাচুড়া, দেবদারু, আম, কাঠাল, বকুল গাছের সৌন্দর্যে ভরে উঠবে প্রাঙ্গণ এই প্রত্যাশা নিয়ে বৃক্ষ রোপণে অংশ নেন অনেকে । অনেকদিন পর ছাত্রছাত্রীর মুখর উল্লাসের মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করে বৃক্ষ রোপণে অংশ গ্রহন করা সত্যিই খুব আনন্দের ছিলো এবং এই আনন্দে বৃক্ষের মাধ্যমে পৃথিবীর অক্সিজেন সংকট কমিয়ে দিতে পারলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি-এভাবেই বলেন কলম্বিয়া ওয়াশিং প্লান্টের পরিবেশ বিষয়ক ডিপার্টমেন্ট হেড কলাম লেখক সাঈদ চৌধুরী ।
উপস্থিত ছিলেন গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ ।
পুরো ব্যবস্থাপনাটি পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মোতাহার হোসেন খান ।
কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ এর হেড অব এইচ আর এ্যাডমিন এ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেজর (অবঃ) ইমতিয়াজ ইসলাম গাজীপুর স্কুল কর্তৃপক্ষকে বৃক্ষ রোপণে সহযোগিতা করে সবুজায়নে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।