গাজীপুরের শ্রীপুর উপজেলার সাংবাদিকের ওপর মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

0
inbound5062173460113159574

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাংবাদিকের ওপর মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

বিশেষ প্রতিনিধি: শ্রীপুর গাজীপুর

গাজীপুরের শ্রীপুর অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে দুষ্কৃতকারীদের চক্রান্তের শিকার হয়ে গত ১০/০৬/২০২১ ইং বৃহস্পতিবার প্রশাসনের হাতে আটক হয় ডেইলি আওয়ার টাইমসের (শ্রীপুর প্রতিনিধি) অনুসন্ধানী সাংবাদিক তানভীর ইউ আহমেদ। অতপর প্রশাসনকে ভুল তথ্য দিয়ে মিথ্যে মামলা দায়ের করে জেলে পাঠানো হয়। তারই পরিপ্রেক্ষিতে উপজেলার মাওনা চৌরাস্তায় ওভারব্রিজের নিচে উপজেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিকদের সমন্বয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আদ্য ২১/০৬/২০২১ইং রোজ সোমবার সকাল ১১ টায় উপজেলার মাওনা চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সম্মানিত আহবায়ক মোশাররফ হোসেন প্রধান তিনি তার বক্তব্যে বলেন সাংবাদিক জাতির দর্পণ সেই দর্পণকে অপশক্তি দিয়ে রুখে দেওয়া যাবেনা। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গিয়ে উল্টো এখন দুষ্কৃতকারীদের ষড়যন্ত্রের শিকার হয়ে অধিকাংশ জেলে যেতে হচ্ছে। সাংবাদিকদের এই নির্যাতন বন্ধ করতে হবে। পাশাপাশি আজ আমরা এখানে উপস্থিত হয়েছি শ্রীপুরের অনুসন্ধানী সাংবাদিক ডেইলি আওয়ার টাইমসের শ্রীপুর প্রতিনিধি তানভীর ইউ আহমেদ এর উপর মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে।
সাংবাদিক নির্যাতন কমিটিও শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় অবিলম্বে অধিকতর তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবক’কে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

তারেক রহমান খালাস পাওয়ায় এহসানুল হুদার আনন্দ মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবক’কে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

তারেক রহমান খালাস পাওয়ায় এহসানুল হুদার আনন্দ মিছিল