গাজীপুরে বিএনপির পথযাত্রায় অস্ত্র উঁচিয়ে ধরা যুবক গ্রেপ্তার।

0

গাজীপুরে বিএনপির পথযাত্রায় অস্ত্র উঁচিয়ে ধরা যুবক গ্রেপ্তার।

মো: আব্দুল বাতেন বাচ্চু:

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বিএনপির পদযাত্রা থেকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরা সেই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার ১২ ভোররাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গারারন গ্রামের হাতেম আলীর বাড়ি থেকে শ্রীপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

গ্রেপ্তারকৃত যুবকের নাম জাহিদ (২৯)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের মৃত সাইদুর রহমান মীরের ছেলে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামে ১০ বছর যাবৎ বসবাস করেন এই জাহিদ।

বিএনপির পদযাত্রায় অংশগ্রহণ করলেও গ্রেপ্তার জাহিদ বিএনপির কর্মী নন, দাবি করে বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন প্রধান বলেন, ‘আমি ১৫ বছর যাবৎ ইউনিয়ন বিএনপির দায়িত্বে রয়েছি। জাহিদ নামে আমার কোনো কর্মী-সমর্থক নেই।’

শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন,গত ‘রোববার ভোরে বরমী ইউনিয়নের গারারন গ্রামে অভিযান পরিচালনা করে জনৈক হাতেমের বাড়ি থেকে অস্ত্রধারী জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘অস্ত্রটি আসল নাকি নকল সেটি যাচাই-বাছাইয়ের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে। সেই রিপোর্টের পর নিশ্চিত করে বলা যাবে। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্রের বিষয়ে কে কে জড়িত সে বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ।’

উল্লেখ্য, গত শনিবার সকালে বিএনপির পদযাত্রা চলাকালে মিছিলের মধ্যে আগ্নেয়াস্ত্র উঁচু করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেন অস্ত্রধারী জাহিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed