গাজীপুরের শ্রীপুরে সিঁদ কেটে অটো চালককে হত্যা ও অটো ছিনতাই।
গাজীপুরের শ্রীপুরে সিঁদ কেটে অটো চালককে হত্যা ও অটো ছিনতাই।
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্ৰামে সিঁদ কেটে ঘরে ঢুকে অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৫০) কে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আনোয়ার হোসেন শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। পেশায় অটোরিকশার চালক।
শ্রীপুরের বিভিন্ন স্থানে বিকাল থেকেই বৃষ্টি শুরু হলে সন্ধ্যায় বাড়ি থেকে রাতের খাবার খেয়ে নবনির্মিত অটোরিক্সার গ্যারেজে যান আনোয়ার হোসেন। মেয়ে আঞ্জুমান আরার সাথে কথা বলেই ঘুমিয়ে যায় আনোয়ার হোসেন।
রবিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় আনোয়ার হোসেনকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আনোয়ারের প্রতিবেশী জয়নাল আবেদীন জানান, পরিবার নিয়ে আনোয়ার যে বাড়িতে বসবাস করে, সেই বাড়ি থেকে ৩০০ মিটার দূরে নতুন একটি টিনসেটের ঘর নির্মাণ করেছেন। সেই ঘরে আনোয়ার প্রতিদিন অটোরিকশা চার্জ দিত এবং রাতে ঘুমাতো। রোববার রাত ১০টার দিকে আনোয়ার একা ওই ঘরে ঘুমিয়ে পড়ে।
রাতের কোনো এক সময় আনোয়ারকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় এক যুবক নামাজ পড়ে যাওয়ার সময় ঘরের দরজা খোলা দেখতে পেয়ে উঁকি দেয়। এ সময় আনোয়ারকে মৃত অবস্থায় দেখতে পায় এবং তার বাক চিৎকারে আশপাশের লোকজন আসে ও পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, যারা অটোরিকশা চুরি করে নিতে এসেছিল তাদের চিনে ফেলায় আনোয়ারকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।