গাজীপুরের শ্রীপুরে লবলং খাল দখল মুক্ত চেয়ে মানববন্ধন।

আতিক হাসান স্টাফ রিপোর্টার গাজীপুরঃ

৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে এগারোটায়
নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার উদ্দোগে গাজীপুরের মাওনা-কালিয়াকৈর সড়কের মাওনা ব্রীজ সংলগ্ন লবলং খাল দখল মুক্ত চেয়ে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি কলাম লেখক সাঈদ চৌধুরী।
এসময় তিনি বলেন লবলং খালটি শ্রীপুর অঞ্চলের প্রান । এই খালটি এখন মৃত প্রায় । খালটিকে রক্ষা না করা গেলে এই অঞ্চল পুরোটাই পানির বিপর্যয়ে পড়তে পারে এক সময় । মাওনা ব্রীজের উত্তর পাশেই খালটির প্রায় অর্ধেক অংশ জুড়ে স্থাপন করা হল বৈদ্যতিক টাওয়ার । হুমকির মুখে পড়ে গেল এই খালের গতিপথ । ঠিক উল্টো পাশেই একটি ফ্যাক্টরী দুপাশ থেকে চেপে ধরেছে খালটিকে। আমরা স্থানীয় প্রশাসন, নদী রক্ষা কমিশন, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বরাবর এ বিষয়টি অনেকবার জানিয়েছি , স্মারক লিপি দিয়েছি কিন্তু তাতেও যেন সমাধান হলনা ! বক্তা ও সাধারণ মানুষ সবার দাবী একটাই এই খালের সীমানা নির্ধারণ করে তারপর যেন এই বৈদ্যতিক খুঁটি স্থাপন করনে পদক্ষেপ নেয়া হয় এবং এই খালের সব জায়গায় দখল মুক্ত করনে আরও জোরালো পদক্ষেপ নেয়া হয় ।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উক্ত সংগঠনের উপদেষ্টা রওশন হাসান রুবেল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক শফি কামাল, মিসকাত রাসেল, জোবায়ের আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলে বিভিন্ন পৃন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed