কিছু অসহায় মানুষের মাঝে আর্থিক সাহায্যের হাত বাড়ালেন (মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবা মুলক সংগঠন)
কিছু অসহায় মানুষের মাঝে আর্থিক সাহায্যের হাত বাড়ালেন (মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবা মুলক সংগঠন)।
মোঃ শাকিল আহমেদ,
চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার চট্টগ্রাম মেডিকেল কলেজে তহবিল বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(২১শে আগস্ট) সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজে তিন পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি বলেন। আমাদের সংগঠন থেকে তিন পরিবারের মাঝে ২৫০০০, হাজার, টাকা সহযোগিতা করতে পেরে আমরা খুবই আনন্দিত।
আমরা যেনো সবসময় এইরকম ভাবে মানুষের পাশে দারাতে পারি । আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য,আমরা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা।
আমরা বিভিন্ন মার্কেটে দোকানে রাস্তাঘাটে থেকে টাকা তুলি এবং নিজেরাও জমিয়ে মানুষের পাশে দাঁড়াই।সেই সাথে আমরা নিজেরাও রক্তদান করি এবং রক্তদানে সহযোগিতা করে মুমুর্ষ রোগীর পাশে দাঁড়াই।গড়িব অসহায় মানুষের দোয়ায় আর ভালোবাসায় আমরা সামনে এগিয়ে যেতে চাই। আসুন সবাই মানব সেবায় শপথ নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সংগঠনের সভাপতি, শওকত উদ্দিন, সহ সভাপতি,মুসলেহ উদ্দিন মুন্না, সহ সভাপতি, আরাফাত চৌধুরী, সাধারণ সম্পাদক,রাজ চৌধুরী,
সহ সাধারণ সম্পাদক,তাসরিফ আকবর আসিফ,
অর্থ বিষয়ক সম্পাদক, মামুন,
ডোনার বিষয়ক সম্পাদক, সাইফুল ইসলাম আজাদ,
সদস্য, সাউথ চৌধুরী,সহ
সেই সাথে আরো উপস্থিত ছিলেন, অন্যান্য সদস্য বৃন্দ,।
বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী সহ। এলাকার গণ্যমান্য ব্যাক্তি সহ সাধারণ জনগণ।