কলকাতাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে বাংলাদেশ রংপুরের নারী ‍ফুটবল দল।

0

 

কলকাতাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে বাংলাদেশ রংপুরের নারী ‍ফুটবল দল।

রিয়াজুল হক সাগর,রংপুর ।

ভারতের কোচবিহারে দেওয়ানগঞ্জ ফুটবল টুর্নামেন্টে কলকাতাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে বাংলাদেশ থেকে খেলতে যাওয়া একমাত্র দল রংপুরের সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব। পরপর দুটি ম্যাচে জিতে ফাইনালে উঠেছে তারা।
বুধবার ( ১০মে) সন্ধ্যায় ফাইনালে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কোচ মিলন খান। আর ফাইনালে ওঠার লড়াইয়ে খেলার ৫১ মিনিটে একমাত্র গোলটি করেন রংপুরের পক্ষে রেখা আক্তার। ম্যাচ সেরা হন রেখা আক্তার।
এর আগে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প নকআউট ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করে সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব। ভুটানের গোমটু ফুটবল ক্লাবের বিপক্ষে ৩-০ গোলে জিতে বাংলাদেশের মেয়েরা।
ক্লাব হিসেবে খেলতে আসলেও এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র দল হিসেবে খেলছে সদ্যপুষ্কুরিনী। দলের অধিনায়ক সুলতানা বলেন, ‘আমরা রংপুরের হয়ে খেললেও সবাই আমাদেরকে বাংলাদেশের মেয়ে হিসেবেই এখানে সমর্থন দিয়েছে ও সাহস যুগিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’ এখন পর্যন্ত আমরা সেরাটা দিয়ে ফাইনালে উঠেছি। ইনশাআল্লাহ ট্রফি নিয়ে বাংলাদেশে যেতে চাই।
দলটির হেড কোচ শামীম খান মিসকিন পরপর দুটি ম্যাচ জিতে আমরা ফাইনালে উঠেছি। আমরা সেরাটা খেলে কলকাতাকে হারিয়েছি। আশা করছি আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরব ইনশা-আল্লাহ।’
উল্লেখ্য গত ৪ মে (বৃহস্পতিবার) ভারতে গেছেন ফুটবলকন্যাদের গ্রামখ্যাত রংপুরের সদ্যপুষ্কুরিনীর মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed